Bangladesh

ভূমিসাৎ ঢাকা বিল্ডিং: দুটি মামলা দায়ের

ভূমিসাৎ ঢাকা বিল্ডিং: দুটি মামলা দায়ের

| | 26 May 2013, 06:48 am
ঢাকা, এপ্রিল ২৫: ঢাকার সাভারে বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

 এই ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৭০, ১২০০জনের বেশী মানুষ আহত।

 
বুধবার সাভার এলাকায় একটি নয়তলা বাড়ি - রানা প্লাজা - ভেঙে পড়ে।
 
বুধবার রাতে সাভার থানায় দুটি মামলা দায়ের করা হয়। 
 
রানা প্লাজার মালিক সহেল রানাকে দুটি মামলাতেই দোষী হিসেবে ব্যাক্ত করা হয়েছে, জানান সাভার থানার সহকারী সাব-ইন্সপেক্টর মোঃ জামিল আহমেদ।
 
রাজধানী উন্নয়ন কতৃপক্ষের অনুমোদিত কর্মকর্তা হেলালুদ্দিন রানার বিরুদ্ধে একটি কেস ফাইল করে বিল্ডিংটির গঠনমূলক ত্রুটির ও সেটি নিকৃষ্ট মানের উপকরণ ব্যবহার করে এবং বিল্ডিং কোড লঙ্ঘন করে তৈরি করার অভিযোগে।
 
সাভার থানার সাব-ইন্সপেক্টর ওয়ালি আশরাফ দ্বিতীয় মামলাটি দায়ের করেন রানা, রানার পিতা আবদুল খালেক ও রানা প্লাজায় অবস্থিত পাঁচটি বস্ত্র কারখানার মালিকদের বিরুদ্ধে মানুষের প্রাণসংশয় ও সম্পত্তি ধ্বংসের অভিযোগে। 
 
 বস্ত্র কারখানার মালিকদের নাম এখনো জানা যায় নি। 
 
সাভারে বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বৃহস্পতিবার সকালে বেড়ে দাঁড়ায় ১৭০-এ।
 
১২০০জনের বেশী মানুষ আহত হয়।
 
"এখনো পর্যন্ত ১৭০জন মারা গেছেন, ১২০০জনের বেশী মানুষ আহত হয়েছেন এই ঘটনায়," জানান পুলিশের গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ওয়ালি আশরাফ খান, যিনি কন্ট্রোল রুমের ইন-চার্জ যেখানে মৃতদেহের গুনতি চলছে।     
 
"আজ সকালে তিনজনকে জিবন্ত উদ্ধার করা হয়েছে ধ্বংসাবশেষের নীচ থেকে," তিনি বলেন বৃহস্পতিবার।  
 
আর্মি, পুলিশ ও দমকল কর্মীরা এখনো উদ্ধারকার্য চালাচ্ছেন। তারা জানান মৃতের সংখ্যা আরো বাড়তে পারে কেননা  তারা মনে করছেন যে অনেক মানুষ এখনো ধ্বংসাবশেষের নীচে আটকা পড়ে আছেন।
 
রানা প্লাজায় একটি বাজার, অনেক কয়টি বস্ত্র কারখানা ও ব্রাক ব্যাঙ্কের একটি শাখা আছে।
 
বাড়িটি বুধবার সকাল পৌনে নয়টা নাগাদ ভেঙে পড়ে। 
 
আহতদের সাভারের ইনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যুদ্ধকালীন তৎপরতার সাথে উদ্ধারকার্য চালাতে।
 
বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জানানঃ "বিল্ডিংটি ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে ধসে পড়ে।" 
 
তিনি বলেন তদন্তের পরে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
 
এই ঘটনার পরে বিরোধী নেত্রী খালেদা জিয়ার বিএনপির নেতৃত্বে ১৮ পার্টির জোট তাদের ডাকা ঢাকায় হরতাল তুলে নেয়।