Bangladesh

আদিলুরের মুক্তি চাইল মানবাধিকার গোষ্ঠী জোট

আদিলুরের মুক্তি চাইল মানবাধিকার গোষ্ঠী জোট

| | 12 Sep 2013, 02:25 pm
ঢাকা, সেপ্টেম্বর ১২: আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী জোট বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠায় মানবাধিকার গোষ্ঠী অধিকারের সচিব আদিলুর রহমান খানের মুক্তির আর্জি জানিয়ে।

 "অধিকার ও খান অনেক বছর ধরে লড়াই করছে বিচারবহির্ভূত হত্যাকান্ড, অন্তর্ধান, নির্যাতন, এবং মতামত প্রকাশের স্বাধীনতায় অধিকার লঙ্ঘন, সমাবেশ ও সংগঠন নিয়ে, যার মধ্যে শামিল আছে আপনার আওয়ামী লীগও ... যখন পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অত্যাচারিত হত আপনার আওয়ামী লীগ সদস্যেরা," তাঁরা চিঠিতে লেখেন।

 
"এটি অত্যন্ত দুঃখজনক ও বিদ্রূপাত্মক যে আপনার সরকারই এখন খানকে কারাবন্দী করেছে মানবাধিকার লঙ্ঘনের দলিল প্রকাশ করার জন্য," তাঁরা বলেন।
 
একটি ঢাকা আদালত সোমবার গ্রেফতারিত খানের জামিনের আর্জি বাতিল করে।
 
দ্বিতীয় অতিরিক্ত মেট্রো দায়রা বিচারকের আদালতের রুহুল আমিন এই অর্ডার পাস করেন সম্বারের শুনানির পরে।
 
পুলিশ অগাস্ট ১৩ অপরাহ্নে খানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় এক মেট্রোপলিটন আদালতের নির্দেশ মেনে।
 
উচ্চ আদালত অগাস্ট ১২তে ছয় সপ্তাহের জন্য খানের পাঁচ দিনের রিমান্ড স্থগিত করে।  
 
আদালত কর্তৃপক্ষকে নির্দেশ দেন খানকে অবিলম্বে জেলে পাঠাতে।
 
বিচারক জানান পুলিশ প্রয়োজন হলে খানকে জিজ্ঞাসাবাদ করতে পারে।
 
পুলিশের গোয়েন্দা শাখা অগাস্ট ১০এর রাতে খানকে ঢাকার গুলশন এলাকা থেকে গ্রেফতার করে একটি জেনারেল ডায়রি দায়ের করার পর যেখানে অভিযোগ করা হয় খান একটি মিথ্যা খবর প্রকাশ করেছেন যে মে মাসে মতিঝিল এলাকায় হেফাজত-এ-ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।