Bangladesh

জামাতের নিবন্ধীকরণ নিয়ে নির্ণয় কাল

জামাতের নিবন্ধীকরণ নিয়ে নির্ণয় কাল

| | 25 May 2013, 04:56 pm
ঢাকা, ফেব্রুয়ারি ১৩: বাংলাদেশের নির্বাচন কমিশন বৃহস্পতিবার স্থির করবে জামাত-এ-ইসলামির নিবন্ধীকরণ বাতিল করা হবে কিনা।

 নির্বাচন কমিশন এই নির্ণয় নেবে এমন এক সময়ে যখন জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার দাবী দিন দিন জোরালো হচ্ছে।

 
"জামাত-এ-ইসলামিকে অনেক সময় দেওয়া হয়েছে নিবন্ধীকরণের শর্ত অনুযায়ী তাদের ক্রিয়াকলাপ ঠিক করার। আমারা আমাদের আইন বিভাগকে বলেছি জামাতের রাজশাসনপত্রে উল্লেখিত বিধান চিহ্নিত করতে যেখানে তারা জনগণের আদেশ উপস্থাপনা ও দেশের সংবিধানের বিরুদ্ধে গেছে," জানান নির্বাচন মহাধ্যক্ষ জাবেদ আলী বুধবার।
 
নির্বাচন কমিশন জামাতকে এখনো পর্যন্ত চারটি চিঠি পাঠিয়েছে তাদের রাজশাসনপত্র সংশোধন করতে।
 
"কিন্তু জামাত এই নিয়ে কোন সন্তোষজনক প্রতিক্রিয়া দেয়নি," জানান আলী।
 
"জামাতের রাজশাসনপত্র সম্পূর্ণরূপে দেশের বর্তমান শাসন ও বিচার ব্যবস্থা প্রত্যাহার করে," আলী বলেন।