Bangladesh

দুর্নীতি দমন কমিশনের সামনে প্রাক্তন মন্ত্রীরা

দুর্নীতি দমন কমিশনের সামনে প্রাক্তন মন্ত্রীরা

| | 25 May 2013, 02:34 pm
ঢাকা, ডিসেম্বর ৩: বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন সোমবার প্রাক্তন যোগাযোগ মন্ত্রী সায়েদ আবুল হোসেন ও প্রাক্তন বৈদেশিক বিষয়াবলি প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে জেরা করবে পদ্মা সেতু প্রকল্পে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি এবং অসাম্যের অভিযোগ বিষয়ে।

 আবুল হাসান সকাল দশটা নাগাদ সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের সদর দপ্তরে পৌঁছন।

 
আবুল হোসেনেরও সাড়ে দশটা নাগাদ পৌঁছাবার কথা ছিল। 
 
জুন ২৯-এ ওয়ার্ল্ড ব্যাঙ্ক পদ্মা সেতু প্রকল্পের জন্য তাদের ১.২ বিলিয়ন ডলারের অর্থায়ন বাতিল করে এই বলে যে তারা দুর্নীতি ষড়যন্ত্রের প্রমাণ পেয়েছে যাতে বাংলাদেশের অনেক কর্মকর্তারা, একটি কানাডা কোম্পানির আধিকারিকরা ও অন্যান্য ব্যক্তিরা জড়িত আছে।
 
সেপ্টেম্বর ২১-এ ওয়ার্ল্ড ব্যাঙ্ক তাদের ঋণ আবার মঞ্জুর করে যখন বাংলাদেশ সরকার তাদের কথা দেয় যে তাদের সব শর্ত মেনে এই বিষয়ে তদন্ত করা হবে।