Bangladesh

এক মাস সময় বাড়ল সিম নিবন্ধনের

এক মাস সময় বাড়ল সিম নিবন্ধনের

| | 30 Apr 2016, 09:37 am
ঢাকা, এপ্রিল ৩০- গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপে শনিবার দেশের সরকার মুঠোফোনের সিম নিবন্ধনের সময় এক মাস বাড়িয়েছেন।

আজকে সময় বাড়ানোর পরে, আগামী ৩১ মে রাত ১২টা পর্যন্ত সিম পুনঃনিবন্ধন করতে পারবে দেশের মানুষ।

 

তবে এই সময়ের মধ্যে যে সিমের নিবন্ধন থাকবে না তা বন্ধ হয় যাবে।

 

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বিটিআরসি সম্মেলন কক্ষে আজ সনবাদ সম্মেলনের সময় জানানঃ "৩১ মে রাত ১২টার পর কোনো সতর্ক সঙ্কেত ছাড়া সাময়িক নয়, আমরা সম্পূর্ণভাবে সিমটি ডি-অ্যাকটিভ করে দেব।”

 

তবে সতর্ক করে উনি দেশের মানুষকে জানান যে  শনিবার পর্যন্ত যে সব সিম নিবন্ধিত  করা হয়নি,  সেই সব সিম ১ মে থেকে দৈবচয়ন ভিত্তিতে তিন ঘণ্টা বন্ধ রাখা হবে।

 

উনি দেশের সেই সকল মানুষকে ধন্যবাদ জানিয়েছেন যারা এই গরমেও সিম নিবন্ধন করেছেন।