Bangladesh

সাতক্ষীরায় জামাতের হরতাল রবিবার

সাতক্ষীরায় জামাতের হরতাল রবিবার

| | 26 May 2013, 10:23 am
ঢাকা, মে ১৮: জামাত-এ-ইসলামী সাতক্ষীরায় রবিবার একটি আট ঘণ্টার হরতালের ডাক দিয়েছে তাদের জেলা নায়েব-এ-আমির ও এক কেন্দ্রীয় কমিটির সদস্যের গ্রেফতারের প্রতিবাদে।

 জামাতের জেলা ইউনিট সকাল ছয়টা থেকে দুপুর দুটো অবধি এই হরতাল পালন করবে, জানান জেলা ইউনিটের আমির আবদুল খালেক শনিবার।

 
জেলা জামাত নায়েব-এ-আমির মইনুল হক বৃহস্পতিবার গ্রেফতারিত হন জেলার কালারোয়া উপজেলা থেকে। 
 
কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী নজরুল ইসলামকে মঙ্গলবার জেলার শ্যামপুর উপজেলার খানপুর থেকে গ্রেফতার করা হয়।