Bangladesh

কারখানায় আগুনঃ প্রতিবাদে কর্মীরা

কারখানায় আগুনঃ প্রতিবাদে কর্মীরা

| | 25 May 2013, 02:20 pm
ঢাকা, নভেম্বর ২৬: আগুনে বিধ্বংস তাজরিন ফ্যাশানের কর্মীরা ও তার আশেপাশের জামাকাপড়ের কারখানার শ্রমিকরা সোমবার সকালে আশুলিয়ায় বিভিন্ন সড়ক অবরুদ্ধ করে শনিবারের অগ্নিকাণ্ডের জন্যে দায়ী লোকেদের শাস্তির দাবীতে।

 এক হাজারের বেশী কর্মীরা সোমবার সকাল সাড়ে নটা নাগাদ রাস্তায় নামে।

তারা জামগরা, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবোতে রাস্তা অবরুদ্ধ করে জার ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়।
কর্মীরা বলে তারা অগ্নিকাণ্ডে মৃতদের সঠিক সংখ্যা জানতে চায় এবং জানায় এখনো অনেকজন নিখোঁজ রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফাকচারার অ্যান্ড এক্সপোর্টারস আসোসিয়েসানের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান জানান তাঁরা ৳ ১ লাখ করে প্রতি মৃতদের পরিবারকে দেবেন।
ঢাকার কাছে একটি বহুতল বাড়িতে অবস্থিত একটি জামাকাপড়ের কারখানায় আগুন লেগে ১২৪ জনের মৃত্যু হয় শনিবার বিকেলে।
শনিবার সন্ধ্যে সাতটায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে রবিবার সকালে।
ঘটনাটি ঘটে নরসিংহপুরের আশুলিয়া এলাকায়।
আটতলা তাজরিন ফ্যাশান বাড়িটির একতলায় আগুন লাগে ও তা পাঁচতলা অবধি ছড়িয়ে পরে। 
অনেক লোক বাড়িটির মধ্যে আটকে পরে। 
অনেকজন বাড়িটির বিভিন্ন তলা থেকে প্রান বাঁচাতে ঝাপ দিতে গিয়ে মারা যায়।
কারখানার পরিচালন অধিকর্তা ডেলোয়ার হোসেন জানান দুর্ঘটনার সময় কারখানায় ৩০০র কাছাকাছি শ্রমিক কাজ করছিল।