Bangladesh

\

\"যুদ্ধ অপরাধের বিচার অগাস্ট ১৫, ১৯৭৫ স্থগিত হয়েছে\"

| | 25 May 2013, 03:13 pm
ঢাকা, ডিসেম্বর ২৬: বাংলাদেশ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বুধবার বলেন অগাস্ট ১৫, ১৯৭৫-তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর যুদ্ধাপরাধীদের বিচারের প্রাথমিক উদ্যোগ স্থগিত করা হয়।

 তিনি বলেন মার্শাল ল অথরিটি কোলাবোরেটরস অ্যাক্ট ডিসেম্বর ৩১, ১৯৭৫-এ নাকচ করে।

 
তিনি বলেন গত ৪০ বছরে যুদ্ধ অপরাধের বিচার হয় নি কারণ মৃত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর শাসনকালে কোলাবোরেটরস অ্যাক্ট নাকচ করে বিচারের প্রক্রিয়া থামিয়ে দেন।
 
ইনু বলেন ১৯৮২ পর্যন্ত রহমানের সময় হাজার হাজার অভিযুক্তদের মুক্ত করা হয় ও ৭৩ বিচারালয়ের ক্রিয়াকর্ম বন্ধ করা হয়।
 
তিনি বলেন এর পর যখন জেনারেল এইচ এম এরশাদ ক্ষমতায় আসেন, তখন তিনিও বিচারের প্রক্রিয়া থামিয়ে দেন।
 
ইনু বলেন বিএনপিও সমস্ত বিচার প্রক্রিয়া থামিয়ে দেন ১৯৯১-১৯৯৬ ও ২০০১-২০০৭-এ তাদের শাসনকালে।
 
তথ্যমন্ত্রী বলেন ১৯৯৬-এ শেখ হাসিনা ক্ষমতায় এলে তিনি ক্ষতিপূরণ অধ্যাদেশ বাতিল করে অভিযুক্তদের ক্ষমা করার প্রক্রিয়া বন্ধ করার উদ্যোগ নেন।
 
ইনু বলেন হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করতে উদ্যোগ নেন ও পাঁচজনকে মৃত্যুদণ্ডও দেয়া হয়।