Bangladesh

২৭,৫৫০ ইয়াবা ট্যাবলেট সহ ৩ গ্রেফতার
ঢাকা, অগাস্ট ২৪: রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন শনিবার জানায় তারা শুক্রবার রাতে তিনজন চোরাকারবারিকে গ্রেফতার করে ২৭,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ কক্স বাজারের উখিয়া উপজেলা থেকে।
তাদের কাছ থেকে একটি শক্তিচালিত লাঙলও উদ্ধার করা হয়।
গ্রেফতারিতরা হল মহিবুল্লাহ, ২৫, সালেহ আহমেদ, ৩৮, ও বরহান উদ্দিন, ২৮।
তারা টেকনাফ উপজেলার বাসিন্দা।
তাদের উখিয়া থানার হাতে তুলে দেওয়া হয়েছে।