Bangladesh

দোষারোপের পথে হাঁটা যাবে নাঃ হাসিনা

দোষারোপের পথে হাঁটা যাবে নাঃ হাসিনা

| | 28 Apr 2017, 10:55 am
ঢাকা, এপ্রিল ২৮ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পারস্পরিক দোষারোপের পথে না হেঁটে সংসদ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে সমঝোতার মাধ্যমে আরও সচেতনতার সঙ্গে কাজ করতে বলেছেন।

ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই কথাগুলি বলেছেন।

 

হাসিনা বলেনঃ "রাষ্ট্র পরিচালনার এই তিনটা স্তম্ভের মধ্যে একটা সমঝোতা নিয়েই চলতে হবে, কাজ করতে হবে। একটি আরেকটিকে দোষারোপ করে কোনোদিন একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না।"

 

উনি বলেনঃ "এই বিষয়টায় সকলকে আমি একটু সচেতন থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।"

 

হাসিনা বলেন সংসদ, বিচার বিভাগ ও  নির্বাহী বিভাগের মধ্যে সমঝোতা রেখে কাজ করতে হবে।

 

উনি বলেন দেশের বিচারক এবং আইনজীবীদের মানুষের সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।