Bangladesh

রানা প্লাজা ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৭৯
ঢাকা, মে ৭: সাভারে রানা প্লাজা ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭৯-এ।
উদ্ধারকারীরা মঙ্গলবার সকাল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে আরো ৪৬টি দেহ টেনে বের করে।
আর্মির টিম, যেটি উদ্ধারকার্যের নেতৃত্ব দিচ্ছে, জানায় তারা এখনো বুঝতে পারছেন না আরো কতজন ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে আছেন কেননা বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার ও এক্সপোর্টারস এসোসিয়েশন এখনো এক সঠিক লিস্ট প্রকাশ করে নি এটি জানিয়ে যে নয়তলা ভবনটিতে অবস্থিত পাঁচটি বস্ত্র কারখানায় কতজন কর্মী কাজ করত।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার ও এক্সপোর্টারস এসোসিয়েশনের যুগ্ম সচিব (লেবার) রফিকুল ইসলাম জানান তার কাছে ওই পাঁচটি কারখানার শ্রমিকদের মার্চের মাইনের বিবৃতি এসেছে যার থেকে বোঝা যাবে সেই সময়ে কতজন মানুষ কারখানাগুলিতে কাজ করছিলেন যখন ভবনটি ধসে পড়ে।
কিন্তু তিনি সাংবাদিকদের কর্মী সংখ্যা জানাতে রাজি হন নি।
এপ্রিল ২৪, সকাল পৌনে নয়টা নাগাদ ঢাকার সাভার এলাকায় রানা প্লাজা ধসে পড়ে, তার থাম ও মেঝেতে ফাটল দেখা দেওয়ার একদিন পরেই। সেই সময় ভবনটিতে ৩০০০-এর মত বস্ত্র কর্মচারী ছিল বলে সংবাদমাধ্যমের কাছে খবর আছে।
রানা প্লাজায় একটি শপিং মল, পাঁচটি বস্ত্র কারখানা ও ব্রাক ব্যাঙ্কের একটি শাখা ছিল।
এই ঘটনায় ভবনটির মালিক সহেল রানাকে গ্রেফতার করা হয় যশোরের বেনাপোল থেকে।