Bangladesh

ভোটার তালিকার খসড়া প্রকাশ

ভোটার তালিকার খসড়া প্রকাশ

| | 25 May 2013, 03:19 pm
ঢাকা, ডিসেম্বর ২: বাংলাদেশের নির্বাচন কমিশন বুধবার ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ও জনতার মতামত জানতে চায়।

 এই তালিকা সেই সব লোকেদের আরেকটি সুযোগ দেবে যাদের নাম এখনো নথিভুক্ত করা হয় নি।

 
এই খসড়া তালিকা প্রত্যেক জেলার ও উপজেলার নির্বাচন অফিসারদের, পৌরসভার ওয়ার্ডের ও ইউনিয়ন পরিষদের দপ্তরে রাখা হবে। 
 
"যারা তালিকায় কোন সংশোধন করাতে চায় তাদের জানুয়ারী ১৭ তারিখের মধ্যে আবেদন করতে হবে," নির্বাচন কমিশন জানায়।
 
অন্তিম ভোটার তালিকা জানুয়ারি ৩১-এ প্রকাশিত হবে।
 
এই খসড়া তালিকায় ৭০ লাখ নতুন ভোটদাতাদের নাম নথিভুক্ত করা হয়েছে, যার ফলে আগামী সংসদীয় নির্বাচনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯.২২ কোটি।
 
ডিসেম্বর ২৯, ২০০৮-এর সংসদীয় নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৮.১০ কোটি।