Bangladesh

অবিশ্রান্ত বৃষ্টিতে জনজীবন ব্যাহত

অবিশ্রান্ত বৃষ্টিতে জনজীবন ব্যাহত

| | 26 May 2013, 10:31 am
ঢাকা, মে ২৩: অবিশ্রান্ত বৃষ্টিতে বৃহস্পতিবার ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত গোড়ালি থেকে কোমর গভীর জলে নিমজ্জিত হয় ও জীবন ও বাণিজ্যের অনেক ক্ষতি করে।

 বাংশাল থানার ওসি আবদুল কুদ্দুস ফকির জানান জলে নিমজ্জিত এলাকায় সকাল সাড়ে নয়টা নাগাদ দুজন মারা যান জলের তলায় লাইভ পাওয়ার কেবেলে পা রাখার কারণে।

 
সকাল ছয়টা থেকে টানা ছয় ঘণ্টায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
 
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় শুক্রবারেও এইরকম বর্ষা হতে পারে।
 
এখনো অবধি বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত (৮২ মিলিমিটার) হয় টাঙ্গাইলে।