Bangladesh

সাগর হত্যাঃ কারখানার কর্মকর্তাকে ৭ দিনের রিমান্ডে পাঠালও আদালত

সাগর হত্যাঃ কারখানার কর্মকর্তাকে ৭ দিনের রিমান্ডে পাঠালও আদালত

| | 25 Jul 2016, 01:51 pm
ঢাকা, জুলাই ২৫- দেশের এক আদালত সোমবার নারায়ণগঞ্জের রুপগঞ্জে শিশু শ্রমিক সাগরের হত্যার মামলায় কারখানা ব্যবস্থাপক নাজমুল হুদাকে সাত দিনের জন্য হেফাজতে পাঠিয়েছে।

এই আদেশ দিয়েছেন জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশিক ইমাম।

 


কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদাকে রোববার রাতে পুলিশ গ্রেফতার করেছিল।

 


এই কারখানা থেকে পুলিশ  ২৭ শিশু শ্রমিককে উদ্ধার করেছে।

 


সোমবার দুপুরে কারখানায় অভিযান চালিয়েছিল পুলিশ।

 



একটি ভয়ঙ্কর ঘটনায় রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তুলা কারখানায় অভিযোগ উঠেছে যে এক শিশু কর্মীকে মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে।

এই ঘটনাটি ঘটার অভিযোগ উঠেছে যাত্রমোড়া এলাকায় জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ফ্যাক্টরিতে।

 


নিহত ব্যাক্তির নাম সাগর বর্মণ, জানায় পুলিশ।

 


সাগরের বাবার নাম রতন বর্মণ সাংবাদিকদের জানিয়েছেন যে আজ কারখানায় প্রতিপক্ষের লোকজন তাঁর ছেলের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস প্রবেশ করায় ও ফলে তাঁর পেট ফুলে সে অসুস্থ হয়ে পরে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তাকে পরে নিয়ে গেলে চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন।