Bangladesh

জামাত-শিবির আক্রমণ নিয়ে গৃহ মন্ত্রালয়ের বৈঠক

জামাত-শিবির আক্রমণ নিয়ে গৃহ মন্ত্রালয়ের বৈঠক

| | 25 May 2013, 01:28 pm
ঢাকা, নভেম্বর ১৪: জামাত-শিবির সদস্য ও পুলিশের মধ্যে হওয়া সাম্প্রতিক বর্বরতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের গৃহ মন্ত্রালয় বুধবার বৈঠকে বসে তাদের পরবর্তী পদক্ষেপ নির্ণয় করতে।

 গৃহমন্ত্রী মহিউদ্দিন খান আলামগিরের বাড়িতে বৈঠক শুরু হয় সকাল সাড়ে ১০টা নাগাদ।

বিভিন্ন মন্ত্রালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ, রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও অন্যান্য সদস্যরা এই বৈঠকে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামাত-এ-ইসলামি ও ইসলামি ছাত্র শিবিরের নেতা ও সদস্যরা বিগত কয়েকদিন ধরে সারা দেশজুড়ে তাণ্ডব শুরু করেছে এবং অনেক পুলিশের লোককেও মারধর করেছে।
নভেম্বর ৫এ জামাত তাদের ৯-দিন ব্যাপী বিক্ষোভ প্রদর্শন শুরু করে তাদের উচ্চ নেতাদের, যারা যুদ্ধ অপরাধের অভিযোগে বিচারের সন্মুখিন হচ্ছে, খালাসের দাবীতে। 
সোমবার পর্যন্ত, সংঘর্ষের সময় ২০০র বেশী পুলিশ অধিকর্তা, ৩০০র বেশী মানুষ ও তিন জন সাংবাদিক আহত হয়েছে।
জামাত মঙ্গলবার তাদের প্রতিবাদ শেষ করে আইনরক্ষকদের উপর পূর্ব-পরিকল্পিত একটি আক্রমণের মাধ্যমে যাতে ২০জন পুলিশ ঢাকা ও কক্স বাজারে আহত হয়।