Bangladesh

বিএসএফের হেফাজতে ২ বাংলাদেশি যুবক

বিএসএফের হেফাজতে ২ বাংলাদেশি যুবক

| | 25 May 2013, 01:36 pm
ঢাকা, নভেম্বর ১৭: ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) একজন বাংলাদেশি গবাদি পশু ব্যাবসায়ি ও এক পাথর খাদের কর্মীকে ঠাকুরগাঁ ও সিলেট থেকে আটক করে।

 সাব্বির হুসেনকে, ২৩, হেফাজতে নেওয়া হয় যখন সে ঠাকুরগাঁ উপজেলার মান্দুমালা দিয়ে ভারতের সীমানা পার করে বাংলাদেশে ফিরছিল।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তরফ থেকে বিএসএফকে একটি চিঠি পাঠানো হয়েছে সাব্বিরকে রেহাই করার জন্য একটি ফ্ল্যাগ মিটিংএর আবেদন জানিয়ে।
জাহাঙ্গীর আলমকে, ২৬, সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বর্ডার থেকে আটক করা হয়।
জাহাঙ্গীর শ্রীপুরের জিরো লাইনের বেশী কাছে আসার সময় বিএসএফ তাকে আটক করে।
পরে বিজিবি একটি ফ্ল্যাগ মিটিংএ বসলে, বিএসএফ জানায় জাহাঙ্গীরকে ইতিমধ্যেই ভারতীয় পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে অবৈধ অনধিকারপ্রবেশের অভিযোগে।