Bangladesh

চাঁপাইনবাবগঞ্জঃ শিবগঞ্জে জঙ্গি আস্তানাতে অভিযান শেষ, পরিচয় মেলেনি তিন মৃত দেহের

চাঁপাইনবাবগঞ্জঃ শিবগঞ্জে জঙ্গি আস্তানাতে অভিযান শেষ, পরিচয় মেলেনি তিন মৃত দেহের

| | 28 Apr 2017, 08:07 am
ঢাকা, এপ্রিল ২৮ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানাতে চলা অভিযান শেষ হয়েছে।

দুই দিন ধরে চলেছে এই অভিযান।

অভিযান শেষে বাড়িটি  থেকে মোট চারজনের লাশ উদ্ধার করা গেছে, জানিয়েছেন পুলিশ।


তবে তাদের মধ্যে তিনজনকে চেনার উপায় নেই, জানিয়েছেন পুলিশ।


পুলিশ সংবাদ মাধ্যমকে জানান যে বাড়িটি থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা একটা সুইসাইড ভেস্ট ও একটা পিস্তল উদ্ধার করেছিল।

এই বাড়ির মালিকের নাম হল জেন্টু বিশ্বাস।

বাড়িটিকে সন্দেহভাজন জঙ্গি আস্তানা ধরে নিয়ে বুধবার সকালে ঘিরে ফেলে আইন-শৃঙ্খলা বাহিনী।

সোয়াটের অভিযান শেষ হয় বৃহস্পতিবার।

 

এই ঘটনায় এখনও পর্যন্ত,  সোয়াটের অভিযানের সময় বাড়ি থেকে আবুর স্ত্রী সুমাইয়া ও একটি মেয়েকে জীবিত উদ্ধার করা হয়।

 

চিকিৎসার জন্য গুলিবিদ্ধ সুমাইয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পরিচয় না জানা তিন মৃত দেহের  ডিএনএ নমুনা নেওয়া হয়েছে।

 

ময়নাতদন্তের জন্য চারটি লাশ নিয়ে যাওয়া হয়েছে।

 

মৃতদের মধ্যে শুধু আবু এর পরিচয় জানা গেছে।

 

আবু স্ত্রীসহ আট ও ছয় বছরের দুই মেয়ে নিয়ে সাইদুর রহমান ওরফে জেন্টু বিশ্বাসের বাড়িতে তিন মাস ধরে ভাড়া  ছিলেন, জানিয়েছেন পুলিশ।