Bangladesh

জিয়া ট্রাস্ট ঘুষ কাণ্ডঃ উকিলকে সতর্কবার্তা

জিয়া ট্রাস্ট ঘুষ কাণ্ডঃ উকিলকে সতর্কবার্তা

| | 25 May 2013, 02:22 pm
ঢাকা, নভেম্বর ২৭: একটি ঢাকা আদালত মঙ্গলবার বাংলাদেশ ন্যাশানালিস্ট পার্টির চেয়ারপার্সন খালেদা জিয়ার উকিলকে সতর্ক করে জানায় যে জিয়া চ্যারিটেবেল ট্রাস্ট ঘুষ কাণ্ডে তাদের আর বেশী সময় দেয়া যাবে না।

 জজ মোঃ জাহিরুল হক উকিল মাসুদ আহমেদ তালুকদারকে একথা জানান যখন সে অষ্টমবার টাইম পিটিশান দাখিল করতে আসেন।

 
সংসদের বিরোধী নেত্রী খালেদা এই নিয়ে সাতবার নানা অজুহাতে আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকেন।
 
আদালত ১লা জানুয়ারির তারিখ নির্ধারণ করেছে পরবর্তী শুনানির জন্য।
 
খালেদা ও আরো তিনজনের বিরুদ্ধে যা অভিযোগ আছে তা এই মামলায় বিচারাধীন হবে কিনা তা আজ আদালতের নির্ধারণ করার কথা ছিল।
 
অন্যান্য অভিযুক্তদের মধ্যে আছেন খালেদার প্রাক্তন রাজনৈতিক সচিব হ্যারিস চৌধুরী, হ্যারিসের সহকারী ব্যক্তিগত সচিব জিয়াউল ইসলাম মুন্না, ও প্রাক্তন ঢাকা মেয়র সাদেক হোসেন খোকার সহকারী ব্যক্তিগত সচিব মনিরুল ইসলাম খান।
 
হ্যারিস এই মুহূর্তে ফেরারি।
 
অক্টোবর ৮, ২০১১-তে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করে তেজগাঁ থানায় যেখানে খালেদা সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তাঁরা তাঁদের ক্ষমতার অপব্যাবহার করে ট্রাস্টের জন্য টাকা তোলেন।