Bangladesh

ময়মনসিংহে দুর্ঘটনায় মৃত ছয়, আহত ১০

ময়মনসিংহে দুর্ঘটনায় মৃত ছয়, আহত ১০

| | 01 Jun 2013, 01:05 am
ঢাকা, মে ৩১: অন্তত ছয়জনের মৃত্যু হয় ও দশজনের বেশী আহত হয় যখন শুক্তবার রাতে একটি ট্র্যাক ও টেম্পোর সংঘর্ষ হয় ময়মনসিংহেরে সদর উপজেলায়।

 ছয়জন মৃতের মধ্যে আছেন আব্দুর তহিম, ৫০, ও আজাহারুল ইসলাম, ৩০।

 
রাত আটটা নাগাদ একটি চলন্ত ট্র্যাক একটি টেম্পোকে ধাক্কা মারে, জানান কোতওয়ালি থানার ওসি গোলাম সর্বার।
 
তিনি বলেন চারজন টেম্পোর যাত্রী তৎক্ষণাৎ মারা যায়, ১২জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে আরো দুইজনের মৃত্যু হয়।
 
পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করে যদিও তার চালক পালাতে সক্ষম হয়।
 
মৃতদেহগুলি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্যে। 
 
কোতওয়ালি থানায় এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।