Bangladesh

ন্যায্য তদন্তের পরে পদ্মার অর্থায়নঃ বিশ্ব ব্যাঙ্ক

ন্যায্য তদন্তের পরে পদ্মার অর্থায়নঃ বিশ্ব ব্যাঙ্ক

| | 25 May 2013, 02:43 pm
ঢাকা, ডিসেম্বর ৮: বিশ্ব ব্যাঙ্ক শনিবার জানিয়েছে তারা পদ্মা সেতু প্রকল্পের জন্য অর্থ সাহায্য তখনই করবে যখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুর্নীতির অভিযোগের ভিত্তিতে পরিপূর্ণ এবং ন্যায্য তদন্ত আরম্ভ করবে।

 "তদন্তের সাহায্যার্থে বিশ্ব ব্যাঙ্ক দুর্নীতি দমন কমিশনকে সমস্ত তথ্য দিয়েছে। তাদের প্রথম বাংলাদেশ সফরে স্বাধীন দুর্নীতি বিরোধী বিশেষজ্ঞদের বহিরাগত প্যানেল দুর্নীতি দমন কমিশনকে একটি পরিপূর্ণ এবং ন্যায্য তদন্ত আরম্ভ করতে বলে। গত সপ্তাহে তাদের দ্বিতীয় সফরের সময়ও প্যানেল অনেক অমীমাংসিত বিষয় তুলে ধরে ও তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্তের কাজ এগোতে বলে," বাংলাদেশে বিশ্ব ব্যাঙ্কের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্তেইন জানান।

 
তিনি বলেনঃ "দুর্নীতি দমন কমিশন তাদের পর্যালোচনা শেষ করে তদন্তের সুযোগ সম্বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার পর প্যানেল পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন নিয়ে একটি বিবৃতি দেবে।"