Bangladesh

বিএনপি নেতার পাসপোর্ট হয়রানির অভিযোগ

বিএনপি নেতার পাসপোর্ট হয়রানির অভিযোগ

| | 20 Sep 2013, 06:34 am
ঢাকা, সেপ্টেম্বর ২০: সিনিয়র বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ সরকার পাসপোর্ট কর্তৃপক্ষকে প্রভাবিত করছে যাতে পুরনো পাসপোর্টের বদলে নতুন মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট পেতে তাঁর দেরী হয়।

 "বাংলাদেশের সব নাগরিকদের অধিকার আছে নিজেদের পাসপোর্ট পাওয়ার। কিন্তু সরকার সব রকম ভাবে এই অধিকার লঙ্ঘন করার চেষ্টা করছে। এভাবে বিএনপি নেতাদের হয়রান করা হচ্ছে," রায় সাংবাদিকদের বলেন।

 
"আমি সব নিয়ম মেনে নতুন মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করেছি। সেপ্টেম্বর ১৮তে পাসপোর্ট পাওয়ার কথা ছিল," তিনি বলেন।
 
"শুধু আমার নয়, পাসপোর্ট কর্তৃপক্ষ বিএনপির অন্য নেতাদেরও পাসপোর্ট দিতে দেরী করছে। সিনিয়র নেতা খন্দেকর মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়াঁ, মির্জা আব্বাস ও নিতাই রায় চৌধুরীও এই হয়রানির সন্মুখিন হচ্ছেন," তিনি বলেন।