Bangladesh

বাংলাদেশের ডট বাংলা যাত্রা শুরু

বাংলাদেশের ডট বাংলা যাত্রা শুরু

| | 05 Oct 2016, 01:20 pm
ঢাকা, অক্টোবর ৫- একটি ঐতিহাসিক মুহূর্ত আজ বাংলাদেশ দেখেছে যখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডোমেইন ডট বাংলা ব্যবহার করবার বরাদ্দ পেয়েছে এই দেশ।

ইন্টারনেট কর্পোরেশন অব এ্যাসাইন্ড নেমস এ্যান্ড নাম্বার বোর্ড নিজেদের সভায় এই বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকারকে।

 

একটি ডোমেইন ইন্টারনেটের দুনিয়াতে একটি রাষ্ট্রের জাতীয় পরিচয়ের স্বীকৃতি দেয়।

 

বাংলাদেশি ডোমেইন স্বীকৃতী পাবে ডট বাংলা দিয়ে।

 

ডট বাংলা ও আরেকটি হলো ডট বিডি হল বাংলাদেশের জন্য আইসিএএনএনের স্বীকৃত দুটি ডোমেইন।

 

এই ডোমেইন পাওয়ার জন্য চেষ্টা করেছিল ভারত ও সিয়েরা লিওন।