Bangladesh

সিলেট অভিযানঃ ৪ লাশ উদ্ধার, আস্তানার নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী

সিলেট অভিযানঃ ৪ লাশ উদ্ধার, আস্তানার নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী

| | 27 Mar 2017, 11:32 am
ঢাকা, মার্চ ২৭ঃ শেষ পর্যন্ত দেশের সেনাবাহিনীর কমান্ডো দল সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে।

সেনাবাহিনী সুত্রে সংবাদ মাধ্যমে জানা গেছে যে ভবনের থেকে  চারটি লাশ পাওয়া গেছে।

 

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফখরুল আহসান আজ সানহবাদিকদের  ‘অপারেশন টোয়াইলাইট’র বিষয় তিন দিনের মাথায় বিভিন্ন তথ্য জানান।

 

উনি বলেন ভবনের থেকে যে চারটি লাশ পাওয়া গেছে তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী আছে।

 

উনি বলেন বাড়িটিতে ব্যাপক বিস্ফোরক মজুদ ছিল।

 

তবে অভিযান এখনও শেষ হয়নি বলে উনি জানান।

 

  প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোববার বলেছেন যে দেশের মাটিতে এখনও জঙ্গিগোষ্ঠীটি আইএসের অস্তিত্ব শনাক্ত করা যায়নি।

 

“আমরা তো চাচ্ছি আইএস বলে যদি কিছু থাকে তা দেখব, সে মানুষকে (আইএস) সনাক্ত করব," মন্ত্রী বলেন।



"আমাদের সৌভাগ্য হয়নি আইএস আজ পর্যন্ত বাংলাদেশে শনাক্ত করার," উনি বলেন।

 

আজকে সিলেটে জঙ্গি আস্তানা ঘিরে অভিযানের মধ্যে বিস্ফোরণে ছয়জনের মৃত্যুর ঘটনায় আইএসের দায় স্বীকারের প্রেক্ষাপটে  মন্ত্রী এই মন্তব্যটি করেছেন।

 

Image: Wallpaperswide.com