Bangladesh

যাত্রাবাড়ীতে দেশীয় অস্ত্র ও ৪ টি ককটেলসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার
ঢাকা, জুলাই ২৪ঃ যাত্রাবাড়ীতে দেশীয় অস্ত্র ও ৪ টি ককটেলসহ ৪ জন ছিনতাইকারী গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগ।
"গত ২৩ জুলাই শনিবার ২২:২০ টায় রাজধানীর যাত্রাবাড়ী থানার ঘুন্টিঘর নতুন রাস্তায় হাবু মিয়ার গ্যারেজের পার্শ্বে মোল্লাপাড়া গলির মুখে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি। গ্রেফতারকৃতরা হলো- তাইজুল ইসলাম ওরফে জনি, মোঃ আরিফ হোসেন, মোঃ মনির হোসেন ওরফে জনি, মোঃ আলাউদ্দিন। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে ৪ টি ককটেল, ২ টি চাপাতি ও ২টি চাকু উদ্ধার করে পুলিশ," একটি বিবৃতির মাধ্যমে জানায় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ককটেল ও ধারালো অস্ত্র-সস্ত্র নিজ নিজ হেফাজতে ছিনতাই করার উদ্দেশ্যে রেখে ছিল বলে স্বীকার করে।
এ সংক্রান্তে যাত্রাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।