Bangladesh

হাসিনার পাক সফর বাতিল

হাসিনার পাক সফর বাতিল

| | 25 May 2013, 01:34 pm
ঢাকা, নভেম্বর ১৫: ঢাকা ইসলামাবাদকে সরকারীভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেম্বর ২২এর ডি-৮ সামিতে অংশগ্রহণ করতে পারবেন না।

 এই কথা ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার মিয়াঁ আফ্রাসিয়াব মেহেদি হাশমি কুরেশিকে জানান বাংলাদেশের বিদেশ সচিব মিজারুল কায়েস।

সরকারী সুত্র অনুযায়ী, কায়েস কুরেশিকে জানান যে ভিয়েতনাম ও লাওস সফরের পর ও বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকভিচের সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর হাসিনা ক্লান্ত ও একটু অসুস্থ অনুভব করছেন।
কায়েস বলেন ঢাকা খুব শিঘ্রই জানাবে হাসিনার বদলে কে ডি-৮ সামিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির হাসিনার বদলে ইসলামাবাদ যাবার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে তিনি জিবুতি গেছেন।
দীপু মনি নভেম্বর ১৯এ বাংলাদেশে ফিরবেন। তারপর আবার তিনি রাশিয়া সফরে যাবেন নভেম্বর ২২-২৫।
নভেম্বেরের ৯ তারিখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার বাংলাদেশে আসেন ও ডি-৮ সামিতের নিমন্ত্রণপত্র হাসিনার হাতে তুলে দেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির তরফ থেকে।
হাসিনা নিমন্ত্রণ গ্রহণ করেন কিন্তু নভেম্বর ১২তে কোন কারণ না দেখিয়েই তাঁর পাক-সফর বাতিল করেন।