Bangladesh

\

\"রাজনৈতিক অচলাবস্থা দূর করতে বৈঠক জরুরী\"

| | 26 May 2013, 06:23 am
ঢাকা, এপ্রিল ১৫: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সোমবার বলে বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা দূর করতে বৈঠকে বসা জরুরী।

 পার্লামেন্ট ভবনে তাঁদের ২৩তম বৈঠকের পর স্থায়ী কমিটির সদস্যেরা বলেন যে কোন মূল্যে দেশের  সাংবিধানিক প্রক্রিয়া বজায় রাখতে হবে।

 
"রাজনৈতিক অচলাবস্থা দূর করতে বৈঠক জরুরী ... আমাদের যে কোন প্রকারে সাংবিধানিক প্রক্রিয়া বজায় রাখতেই হবে," তাঁরা বলেন।  
 
সরকারকে উৎপাটিত করার "ষড়যন্ত্র" নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। 
 
তাঁরা বলেন এই সব ষড়যন্ত্রকারীদের যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে।
 
তিন সামরিক পরিষেবার চিফরা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ অধিকর্তারা ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা এই বৈঠকে যোগদান করেন।