Bangladesh

Launch services halted in Shimulia-Kathalbari route Launch Services
File Picture Shimulia-Kanthalbari launch ghat

Launch services halted in Shimulia-Kathalbari route

Bangladesh Live News | @banglalivenews | 20 Oct 2020, 10:05 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৯ অক্টোবর ২০২০: শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্য সংকটে এবার বন্ধ হলো লঞ্চ চলাচল। সোমবার (১৯ অক্টোবর) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত লঞ্চ চলাচল এক দফা বন্ধ থাকে। পরে কিছুক্ষণের জন্য চালু হলেও আবার বন্ধ হয়ে যায়। এই রুটে চ্যানেলে নাব্য সংকটের কারণে পঞ্চম দিনের মতো ফেরি চলাচল বন্ধ আছে। লঞ্চ চলাচলও বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএ-এর সহকারী পরিচালক সাহাদাত হোসেন জানান, নাব্য সংকটের কারণে সকাল ৯টা পর্যন্ত কোনও লঞ্চ চলেনি।

পরে নদীতে জোয়ার এলে কিছু লঞ্চ ঘাট ছেড়ে যায়।

কিন্তু চ্যানেলের মুখে গিয়ে নাব্য সংকটে পড়ে কমপক্ষে পাঁচটি লঞ্চ আটকে যায়।

এরমধ্যে দু’টি লঞ্চ বেশ কষ্ট করে গন্তব্যে পৌঁছাতে পেরেছে।

এখনও আটকে আছে এমভি ফাহিম জাহিম এক্সপ্রেস, এমভি তপন এক্সপ্রেস ও এমভি শাওন এক্সপ্রেস।

তিনি আরও জানান, এই রুটের ৮৭টি লঞ্চের মধ্যে রবিবারও ৮০টি লঞ্চ চলেছে।

যদিও বেশ কিছুদিন ধরে নাব্য সংকটে চলাচল করতে লঞ্চগুলোকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে।

চ্যানেলে দুটি ড্রেজার মেশিন দিয়ে ড্রেজিং করা হচ্ছে।

নাব্য ফিরে এলে আবার লঞ্চ চলবে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ১৫ অক্টোবর বিকাল চারটা থেকে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ আছে।

বিআইডব্লিউটিএ-এর ড্রেজিং বিভাগ থেকে জানানো হয়েছে ড্রেজিং করে চ্যানেলে নাব্য ফেরাতে কমপক্ষে আরও তিন দিন সময় লাগবে।