Bangladesh

Lightning kills 2 in Pabna

Lightning kills 2 in Pabna

Bangladesh Live News | @banglalivenews | 15 Jun 2019, 07:19 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুন ১৫ : পাবনার বেড়া ও ভাঙ্গুড়ায় পৃথক তিনটি স্থানে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই মাঠে কাজ করতে গিয়েছিলেন। নিহতরা হলেন- বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আগবাকশোয়া গ্রামের জিনাত প্রামাণিকের ছেলে মান্নান প্রামাণিক (৫৮), হবিবর প্রামাণিকের ছেলে সালাম প্রামাণিক (৫০), মনসের সেখের ছেলে আনসার সেখ (৬০), চর বোরামারা গ্রামের তমসের ব্যাপারীর মেয়ে নাছিমা খাতুন (১৩) ও ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামের হারান আলীর ছেলে শামীম আহমেদ (৩৫)।


বেড়ার বোরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস তপন জানান, চর বোরামারা গ্রামে তমসের ব্যাপারীর মেয়ে নাছিমা খাতুন বাড়ির পাশের মাঠে পরিবারের অন্যদের সঙ্গে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে আহত হয়। আহত অবস্থায় তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নাছিমা খাতুন নতুন ভারেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।


নতুন ভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, আগবাকশোয়া গ্রামের তিন কৃষক বাড়ির পাশের মাঠ থেকে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান। বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ ঘটনার স্যুতা স্বীকার করেছেন। একই দিনে একই এলাকার চারজনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এদিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামের মাঠে বজ্রপাতে শামীম আহমেদ (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, শামীম গরুকে ঘাস খাওয়াতে দুপুরে গ্রামের মাঠে গিয়েছিলেন। বজ্রপাতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।