Bangladesh

"বিএনপি জামাত-এ-ইসলামীকে সমর্থন করে না"

| | 26 Aug 2013, 02:58 pm
কলকাতা, অগাস্ট ২৬: সিনিয়র বিএনপি নেতা মোঃ ফারুক ওসমান জানিয়েছেন যে তাঁরা জামাত-এ-ইসলামীকে সমর্থন করেন না।

 তিনি এই মন্তব্য করেন যখন আল মজলিস ফালাহ-উল মুসলিমইমের জাতীয় সচিব আজিজ মুবারাকি অভিযোগ করেন যে ধর্মকে সন্ত্রাসের থেকে বিচ্ছিন্ন করা যাবে না যখন জামাতের মত চরম গোঁড়া মতাদর্শের সংগঠন বিএনপির মত রাজনৈতিক দলের সমর্থন পেতে থাকবে।

 
"আমরা জামাতের মতাদর্শকে সমর্থন করি না। আমরা শুধুমাত্র রাজনৈতিক মৈত্রী বজায় রাখি তাদের সাথে," ওসমান জানান কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে।
 
এই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর রিসার্চ ইন ইন্দো বাংলাদেশ রিলেশানশিপ যেখানে ১৩জন বাংলাদেশের ও ১০জন ভারতের গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।
 
ওসমানের এই মন্তব্যে এটি স্পষ্ট হয়ে যায় যে আগামী দিনে বিএনপি ও জামাতের সম্পর্কে চিড় ধরতে পারে।
 
দুই দলের মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করে মে ৫, ২০১৩র হেফাজত-এ-ইসলামের একটি সমাবেশকে ঘিরে।