Bangladesh

ফরিদপুর সড়ক দুর্ঘটনায় চার মৃত

ফরিদপুর সড়ক দুর্ঘটনায় চার মৃত

| | 14 Sep 2013, 12:46 pm
ঢাকা, সেপ্টেম্বর ১৪: অন্তত চারজনের মৃত্যু হয় ও ২৪জন আহত হয় যখন একটি বাস ও ট্রাকের মধ্যে মুখামুখি সংঘর্ষ হয় শনিবার।

 মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য ছিলেন।

 
দুর্ঘটনাটি ঘটে ফরিদপুর জেলায় ধাকা-যশোর হাইওয়েতে গঙ্গাবরদি এলাকায়।
 
মৃতেরা হলেন এসপি গোল্ডেন লাইন বাসের চালক জাকির হোসেন, ৪৭, আসাদুজ্জামান, ৩৫, তাঁর স্ত্রী রেশমা বেগম ও তাঁদের সন্তান তৃষা, ৫।
 
পুলিশ জানায় মালবোঝাই ট্রাকটি গোল্ডেন লাইন বাসটিকে মুখোমুখি ধাক্কা মারে ভোররাত আড়াইতে নাগাদ।
 
বাসটি সাতক্ষীরা থেকে আসছিল।
 
জাকির ও তৃষা ঘটনাস্থলেই মারা যায়।
 
আসাদ ও রেশমা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে মারা যান।