Bangladesh

বিএনপি-জামায়াত বোমা হামলায় ৯ পুলিশকর্মী আহত

বিএনপি-জামায়াত বোমা হামলায় ৯ পুলিশকর্মী আহত

| | 26 Dec 2013, 05:49 am
ঢাকা, ডিসেম্বর ২৬: নয়জন পুলিশ কনস্টেবল বৃহস্পতিবার গুরুতর হয় যখন বিএনপি ও জামায়াত রাজশাহীতে একটি পুলিশ ভ্যানের ওপর বোমা হামলা করে।
পুলিশকর্মীরা ঘটনাস্থল থেকে ২০জনকে আটক করেছে।
 
দুইজন পুলিশকর্মী - আনন্দ ও শাহরিয়ার - তাদের মাথায় চোট পেয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
একটি হাতে তৈরী বোমা আরেকজন কনস্টেবল সিদ্ধার্থের ফুসফুসে আঘাত করে। তাকে হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
 
  কনস্টেবল রাইহান, সহেল, রফি, মজিদ, তওহিদ ও আসাদ রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।