Bangladesh

Many fails to go for Hajj this year

Many fails to go for Hajj this year

Bangladesh Live News | @banglalivenews | 21 Jul 2018, 06:23 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ২০: নাম নিবন্ধন চূড়ান্ত করার পর সৌদি আরবে যাত্রার আগে শারীরিক গুরুতর অসুস্থতায় পড়েছেন কিংবা মৃত্যু হয়েছে এমন পাঁচ হাজারেরও বেশি যাত্রী এবার হজে যেতে পারছেন না।

যারা মারা গেছেন তাদের আত্মীয়রা বিষয়টি ইতোমধ্যে ধর্ম মন্ত্রণালয়কে জানিয়েছেন।

 

সেইসঙ্গে অসুস্থ ব্যক্তিদের পক্ষ থেকেও জানানো হয়েছে তাদের হজে যাওয়ার ইচ্ছা পূরণে শারীরিক অক্ষমতার কথা।


ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১৮ জুন ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত্যু বা অসুস্থতাজনিত কারণে নিবন্ধিত যে হজইচ্ছুকরা যেতে পারবেন না, তারা বা তাদের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে (১৯ জুন সকাল ৮টা) জানাতে হবে।

 

এ জন্য হজ ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এইচএমআইএস) প্রোফাইলে গিয়ে ‘উইল নট পারফর্ম’ লিখতে হবে।

 

ওই বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে বিভিন্ন এজেন্সিতে ‘উইল নট পারফর্ম’ লেখা পাঁচ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। এ ধরণের আনুমানিক পাঁচ হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে জানা যায়।


চলতি বছর মন্ত্রিসভায় পাস হওয়া হজ নীতিমালা ফনুযায়ী প্রত্যেক এজেন্সি শতকরা চার ভাগের বেশি হজযাত্রী রিপ্লেসমেন্টের সুযোগ পাবে না বলে উল্লেখ রয়েছে।

 

ইতিমধ্যেই এজেন্সিগুলো নির্ধারিত শতকরা চার ভাগ হজযাত্রী রিপ্লেসমেন্ট করেছে।

 

নীতিমালার বাইরে কিছু করতে হলে মন্ত্রিসভায় নীতিমালা সংশোধন কিংবা প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে।

 

হজযাত্রী রিপ্লেসমেন্ট করার অনুমতির জন্য সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ চলছে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজারসহ মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন। চাঁদ দেখা সাপেক্ষ পবিত্র হজ হবে ২০ আগস্ট।