Bangladesh

Met department predicts rains during Durga Puja Durga Puja
File Picture Idol of goddess Durga

Met department predicts rains during Durga Puja

Bangladesh Live News | @banglalivenews | 20 Oct 2020, 10:09 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৯ অক্টোবর ২০২০:  হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) ষষ্ঠী তিথিতে শুরু হবে। পরদিন শুক্রবার থেকে দলে দলে মানুষ প্রতিমা দর্শনে করবেন। শনি, রোববারও প্রতিমা দর্শন শেষে সোমবার (২৬ অক্টোবর) দশমীতে বিসর্জন হবে এবারের পূজা। তবে এবার পিছু না ছাড়া বৃষ্টি দুর্গাপূজাতেও বাগড়া দিতে পারে বলে জোরালো মত দিয়েছেন আবহাওয়াবিদরা।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, লঘুচাপটি এখনো সৃষ্টি হয়নি, দ্রুতই সৃষ্টি হবে।

তারা জানান, এবার দুর্গাপূজার সময় বৃষ্টি আছে।

বৃষ্টি একটু বেশি থাকবে ২২ ও ২৩ অক্টোবর।

তার পরেও ২৪, ২৫, ২৬, ২৭ অক্টোবর বৃষ্টি একেবারে উঠে যাবে না।

২৮ অক্টোবর পর্যন্ত কমবেশি বৃষ্টি থাকবেই।

২২ ও ২৩ অক্টোবর বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দেন তারা।

চট্টগ্রাম, বরিশাল, সিলেটের কিছু অংশ এবং ঢাকাতেও বৃষ্টি হবে।

পূজাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি।