Bangladesh

Metro Rail construction between Uttara and Motijhil to end by 2020: Minister

Metro Rail construction between Uttara and Motijhil to end by 2020: Minister

Bangladesh Live News | @@banglalivenews | 30 Apr 2018, 11:08 am
ঢাকা, এপ্রিল ৩০ঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার আশা প্রকাশ করেছেন যে দেশের প্রথম মেট্রো রেলের ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত কাজ ২০২০ এর মধ্যে শেষ করা সম্ভব।

মেট্রোরেল নির্মাণ প্রকল্পের ৫ ও ৬ নম্বর প্যাকেজের আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় মন্ত্রী এই মন্তব্যগুলি করেছেন।

 

"মেট্রোরেল এমআরটি-লাইন ৬ এর কাজ পুরোদমে চলছে। হলি আর্টিজান ট্র্যাজেডির জন্য আমরা ছয় মাস পিছিয়েছিলাম," মন্ত্রী বলেন।

 

"তবে জাপানিজ কোম্পানি ও জাইকার স্পিরিট কিন্তু কমেনি, এটা খুশির খবর। ছয় মাসে আমরা সেটা কাভার করে ফেলেছি," উনি বলেন।

 

২০১৯ সালের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও এর মধ্যে মেট্রো রেলে নির্মাণ করা সম্ভব হবে, উনি আশা প্রকাশ করেন।

 

"প্রজেক্ট কিন্তু শেষ হওয়ার কথা ২০২৪ সালে। জাপান আমাদের কোয়ালিটি কাজ দিচ্ছে। চমৎকার একটা পার্টনারশিপ এখানে কাজ করছে," মন্ত্রী বলেন।

 

আটটি প্যাকেজে ভাগ করে এই মেট্রো রেল নির্মাণের কাজ চলছে।

 

এই মুহূর্তে  উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথে ভায়াডাক্ট ও নয়টি স্টেশন নির্মাণের কাজ চলেছে বলে এই অনুষ্ঠানে জানানো হয়েছে।

 

এই নির্মাণের কাজ পরছে তৃতীয় ও চতুর্থ প্যাকেজের আওতায়।

 

Image: Dhaka Mass Transit Company Limited website