Bangladesh

তিন দিনের পাকিস্তান সফরে হাসিনা

তিন দিনের পাকিস্তান সফরে হাসিনা

| | 25 May 2013, 01:20 pm
ঢাকা, নভেম্বর ১০: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন যে তিন দিনের জন্য পাকিস্তানে যাবেন নভেম্বর ২২এ ইসলামাবাদে ডি-৮ সামিতে অংশগ্রহণ করতে।

 হাসিনার এই পাকিস্তান সফর এমন এক সময় হবে যখন তাঁর সরকার ইসলামাবাদকে চাপ দিচ্ছে স্বাধীনতা-উত্তর মুলতুবী থাকে সব বিষয় মিটমাট করতে।

ঢাকা পাকিস্তানকে বলেছে ১৯৭১ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যের গণহত্যা ও নৃশংসতার জন্য বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে।
২০০৯এ ক্ষমতায় আসার পর এটি হাসিনার প্রথম পাকিস্তান সফর।
তিনি নভেম্বর ২১এ বাংলাদেশ ছাড়বেন ও নভেম্বর ২৩তে পাকিস্তান থেকে দেশে ফিরবেন।
হাসিনা শেষবার পাকিস্তানে যান ১৯৯৮এ যখন প্রথমবার তিনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন।
হাসিনা পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির আমন্ত্রণে ইসলামাবাদ যাচ্ছেন।
জারদারির নিমন্ত্রনপত্র গতকাল হাসিনাকে পৌঁছে দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার।
হিনা শুক্রবার বলেন অতীত ভুলে বাংলাদেশ ও পাকিস্তানকে সুসম্পর্ক তৈরি করার পথে এগোতে হবে।
হিনা এই মন্তব্য করেন যখন বাংলাদেশ বিদেশমন্ত্রী দীপু মনি বলেন ১৯৭১ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যের গণহত্যা ও নৃশংসতার জন্য পাকিস্তানের ক্ষমাপ্রার্থনা করা উচিত।
"১৯৭৪ থেকে পাকিস্তান বহুবার ১৯৭৪এর জন্য আক্ষ্যেপ প্রকাশ করেছে। এখন সময় এগিয়ে যাওয়ার ও দুই দেশের সম্পর্ককে আরেকবার সুযোগ দেওয়ার," হিনা বলেন।
দীপু হিনাকে বলেন পাকিস্তানের ক্ষমাপ্রার্থনার পরই বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক ভাল হবে।
হিনা দীপুর সাথে শুক্রবার সকাল ১১.২৫ নাগাদ দেখা করে প্রায় কুড়ি মিনিটের জন্য।
শুক্রবার সকাল দশটা নাগাদ হিনা হাজরাত শাহ জালাল বিমানবন্দরে বাংলাদেশে আসেন হাসিনাকে নভেম্বরের ২২ তারিখে ইসলামাবাদে দেভেলপিং-৮ সামিতে আসার জন্য আমন্ত্রণ করতে।
দীপু মনির সাথে দেখা করে হিনা দুপুরে গণভবনে হাসিনার সাথে দেখা করেন ও আমন্ত্রনপত্র দেন।
হিনা বাংলাদেশ ন্যাশানালিশট পার্টির (বিএনপি ) প্রধান খালেদা জিয়ার সাথেও দেখা করেন তাঁর গুলশান অফিসে।
হিনা শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ঢাকা ছাড়েন।