Bangladesh

Momen to visit New Delhi next month

Momen to visit New Delhi next month

Bangladesh Live News | @banglalivenews | 31 Aug 2020, 07:25 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩১ আগস্ট ২০২০ : ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধনন শ্রীংলার আকষ্মিক ঢাকা সফরের ঠিক এক মাস পর আগামী মাসের মাঝামাঝি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লী সফরে যাচ্ছেন। রোববার ঢাকা ও নয়াদিল্লীর কূটনৈতিক সূত্রে এ কথা জানা গেছে।

নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা বাসস জানায়, ভারতের পররাষ্ট্র সচিব দু’দিনের (১৮-১৯ আগস্ট) ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে সুবিধাজনক সময়ে নয়াদিল্লী সফরের আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণ রক্ষায় ফিরতি সফর হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব নয়াদিল্লী সফরে যাবেন।

 

মাসুদ বিন মোমেনের সফরের তারিখ এখনও চুড়ান্ত না হলেও তিনি সেপ্টেম্বরের মাঝমাঝি যাচ্ছেন বলে জানা গেছে।

 

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দিল্লী হাইকমিশন সূত্রে পাওয়া খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পররাষ্ট্র সচিবের নয়াদিল্লী সফরের প্রস্তুতি চলছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, তারিখ এখনও ঠিক হয়নি। তবে সফরটি দীর্ঘ দিন ধরে আলোচনায় ছিল।

 

সূত্র জানায়, পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়াদি ও শ্রিংলার সফরের অগ্রগতিসহ বিন মোমেনের সফরকালে এ বছর অনুষ্ঠিতব্য পররাষট্রমন্ত্রী পর্যায়ের জয়েন্ট কনসালটেটিভ কমিটির ৬ষ্ঠ বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

 

শ্রীংলার ঢাকা সফরকালে সিদ্ধান্ত হয়, চলমান করেনাভাইরাস মহামারির কারণে পররাষট্রমন্ত্রী পর্যায়ের জয়েন্ট কনসালটেটিভ কমিটির ৬ষ্ঠ বৈঠক ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হতে পারে। গত বছরের ফেব্রয়ারিতে নয়াদিল্লীতে পররাষট্রমন্ত্রী পর্যায়ের জয়েন্ট কনসালটেটিভ কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।

 

বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, বাংলাদেশের পররাষ্ট্র সচিবের নয়াদিল্লী সফরের আগে দুদেশের মধ্যে ‘এয়ার বাবল ট্রাভেল এগ্রিমেন্ট’র অধীনে ঢাকা-দিলীø বিমান চলাচল শুরু হতে পারে।

 

ঢাকা সফরকালে শ্রিংলা কেবল দুদেশের কর্মকর্তা, ব্যবসায়ী ও চিকিৎসার উদ্দেশ্যে ভ্রমণে ইচ্ছুক যাত্রীদের জন্য ‘এয়ার বাবল ট্রাভেল চুক্তি’ মেনে ঢাকা-দিলীø বিমান চলাচলের প্রস্তাব দেন। ঢাকা মৌখিকভাবে ওই প্রস্তাবে সম্মতি জানায়।

 

ফ্রান্স, জার্মানী, আমিরাত ও মালদ্বীপের সংগে ইতিমধ্যে এই চুক্তির আলোকে বিমান চলাচল শুরু করেছে ভারত।