Bangladesh

Mosque blast: PM Hasina grants Tk500,000 each for families of deceased
#Narayanganj, #NarayanganjMosqueBlast, #BangladeshMosqueBlast, #GasPipeLeakage, #MosqueBlast, #MosqueFire, #PMHasina, #SheikhHasina
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২০ : নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে হতাহত ৩৫ জনের পরিবার ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বমোট এক কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী রোববার বা সোমবার ওই ৩৫ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হবে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে।