Bangladesh

বিনপির দোয়া মহফিলে বাধা পুলিশের
ঢাকা, মে ২১: পুলিশ মঙ্গলবার বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আরোগ্য কামনার্থে আয়োজিত এক দোয়া মহফিলে বাধা দেয় নিরাপত্তার কারণে।
দোয়া মহফিলের আয়োজক জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাকে দুইবার তাড়িয়ে দেওয়া হয় - একবার বিএনপির সদর দপ্তর থেকে ও আরেকবার একটি নিকটবর্তী স্থান থেকে।
কারণ জিজ্ঞেস করলে, পুলিশের অধিকর্তারা জানান তারা ভয় পাচ্ছেন যে এই দোয়া মহফিল যে কোন সময় হিংসাত্মক হয়ে উঠতে পারে।
"আমাদের দোয়া মহফিল আয়োজন করতে দেওয়া হচ্ছে না। এটা অন্যায়," বলেন বিএনপি মুখপাত্র শামসুজ্জামান দুদু।
আলমগীর সিঙ্গাপুরের একটি হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন।