Bangladesh

শিশুদের উপরে ইচ্ছার বিরুদ্ধে অহেতুক কিছু চাপিয়ে দিতে মানা করলেন রাষ্ট্রপতি

শিশুদের উপরে ইচ্ছার বিরুদ্ধে অহেতুক কিছু চাপিয়ে দিতে মানা করলেন রাষ্ট্রপতি

| | 23 Jan 2016, 12:14 pm
ঢাকা, জানুয়ারি ২৩- শনিবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশের প্রত্যেক অভিভাবকদের আহ্বান করেছেন যে তারা যেন নিজেদের শিশুদের ইচ্ছার বিরুদ্ধে অহেতুক কিছু চাপিয়ে না দেন।

উনি অভিভাবকদের বলেন যে তারা যেন শিশুদের নিজের পথে এগিয়ে যেতে সহযোগিতা করেন।

 

"শিশুদের ওপর অহেতুক বা তার ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না," রাষ্ট্রপতি বলেন।

 

"শুধু পাঠ্যবইকেন্দ্রিক শিক্ষাই যথেষ্ট নয়," উনি বলেন।

 

হামিদ বলেন শিশুরা অনেক কিছু হওয়ার স্বপ্ন দেখেন।


" শিশুর রাজ্যে অনধিকার প্রবেশও তাদের মানসিকতার জন্য কোনো শুভ ফল বয়ে আনে না," রাষ্ট্রপতি বলেন।

 

হামিদ এই কথাগুলি শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে বলেন।