Bangladesh

ডিসিসি নির্বাচনঃ উদ্যোগ নিতে চিঠি দিল সরকার

ডিসিসি নির্বাচনঃ উদ্যোগ নিতে চিঠি দিল সরকার

| | 23 Feb 2015, 01:20 pm
ঢাকা, ফেব্রুয়ারি ২৩- সোমবার সরকার ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোটের জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।

গত দুই সপ্তাহের পরে আজেকও মন্ত্রিসভায় এই নির্বাচনএর বিষয় আলোচনার হওয়ার পরে সরকার এই অনুরোধটি জানিয়েছে বলে জানা গেছে।

 

সংবাদ সুত্রের খবর অনুযায়ী, সরকার চিঠির মাধ্যমে নির্বাচনের বিষয় কমিশনকে জানিয়েছে।

 

স্থানীয় সরকার বিভাগ আজ কমিশনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণের গেজেটি পাঠিয়েছে।

 

দেশজুড়ে, বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাক দেওয়া লাগাতার অবরোধ ও হরতালের মাঝেই সরকার এই নির্দেশটি দিয়েছে।

 

গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করবার জন্য সমস্ত আয়োজন করতে নির্দেশ দিয়েছিলেন।

 

ঢাকা সিটিকে ২০১১ সালে দুই ভাগে ভাগ করা হয়েছিল।

 

 

তবে ভাগ করবার পর থেকে সীমানা জটিলতার জন্য আজ পর্যন্ত নির্বাচন হয়নি।