Bangladesh

নিখোঁজের তিন দিন পরে ৩ ব্যবসায়ীর লাশ উদ্ধার
ঢাকা, এপ্রিল ১৮- নিখোঁজ হওয়ার তিন দিন পরে আজ পুলিশ বান্দরবানের আলীকদম-থানচি সড়কের রুমভেত ম্রো পাড়া এলাকা থেকে তিন গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে ।
বেলা সাড়ে ৩টার দিকে এই লাশগুলি উদ্ধার করা হয়েছে, জানায় পুলিশ।
এই তিনজনের পরিচয় মো. আবু বক্কর, মো. নুরুল আবছার ও মো. শাহাব উদ্দিন।
শুক্রবার ডিম পাহাড় এলাকা থেকে অপহৃত হন এই তিন ব্যাক্তি, জানায় পুলিশ।
পুলিশ এখনও পর্যন্ত চারজনকে এই ঘটনার সাথে যুক্ত থাকায় গ্রেফতার করেছে। সবাই নিজেদের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
মোট ১০-১২ জনকে আসামি করে এই ঘটনায় একটি মামলা করা হয়েছে।
Image: Wikimedia Commons