Bangladesh

ভুটানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে কয়েকটি চুক্তি সই হল

ভুটানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে কয়েকটি চুক্তি সই হল

| | 18 Apr 2017, 10:51 am
থিম্পু, এপ্রিল ১৮ঃ ভুটানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে কয়েকটি চুক্তি আজ বাংলাদেশ সই করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ সফরের সময় এই চুক্তিগুলি সই করা হয়েছে।


আজ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছিলেন।


দুই প্রতিবেশি দেশের মধ্যে দ্বৈত কর প্রত্যাহার, বাংলাদেশের নৌপথ ভুটানকে ব্যবহার করতে দেওয়া, কৃষি, সংস্কৃতি ও পণ্যের মান নিয়ন্ত্রণ নিয়ে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করা হয়েছে।


হাসিনা আজ ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ও রানি জেটসান পেমার সাথে সাক্ষাৎ করেন।


ভুটানের রাজকীয় প্রাসাদে হাসিনাকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছিল।


বৈঠকের পরে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেছেনঃ "আলোচনার মধ্যে যেগুলো প্রমিনেন্টলি এসেছে সেগুলো হল দুদেশের কানেকটিভিকে ধরে ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধি।”


প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভুটানে পৌঁছেছেন।

তিন দিনের জন্য এই সফরে গেছেন হাসিনা।

সফর শুরু করে, বেলা ১১টা ৩৫ মিনিটে ড্রুক এয়ারের একটি ফ্লাইটে শেখ হাসিনা পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

 

সেইখানে ওনাকে স্বাগত জানান ভুটানে প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

 

বিমানবন্দরে উপস্থিত ছিলেন থিম্পুতে বাংলাদেশের রাষ্ট্রদূত যিষ্ণু রায় চৌধুরী।

 

লাল গালিচা সংবধর্না এবং গার্ড অফ অনার দিয়ে হাসিনাকে সম্মান জানান সেই দেশের নেতা।

 

ভুটানের ঐতিহ্যবাহী উত্তরীয় উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে।