Bangladesh

রাব-বিইউর সংঘর্ষে ১৫ আহত

রাব-বিইউর সংঘর্ষে ১৫ আহত

| | 17 Apr 2014, 03:32 am
ঢাকা, এপ্রিল ১৭: রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (রাব)-এর এক কর্মী সহ অন্তত ১৫ জন আহত হয় যখন বরিশাল বিশ্ববিদ্যালয় (বিইউ)-র ছাত্রদের সাথে আইনরক্ষকদের সংঘর্ষ হয় বৃহস্পতিবার সদর উপজেলায়।

 প্রত্যক্ষদর্শীরা জানান বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে বরিশাল-পটুয়াখালী হাইওয়েতে ছাত্রেরা সকাল এগারোটা নাগাদ একটি ব্যারিকেড বসিয়ে দেয় ও টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রকাশ করে তাদের এক সহপাঠীর মৃত্যুর বিরুদ্ধে।

 
বৃহস্পতিবার সকালেই বরিশাল বিশ্ববিদ্যালয় এক ছাত্রের মৃত্যু হয় একটি বাসে পরিবহণ কর্মীদের হাতে। বিক্ষোভকারীদের অভিযোগ যে তাকে বাসের চালক ও হেল্পার ক্যাম্পাসে যাওয়ার সময় পিটিয়ে মারে।  
 
বিক্ষোভের সময় পুলিশ ও রাবের একটি যুগ্ম দল ঘটনাস্থলে পৌঁছয় ও ছাত্রদের সেই স্থান থেকে চলে যেতে নির্দেশ দেয়।
 
কিন্তু ছাত্রেরা স্থান থেকে যেতে নারাজ হলে, অবস্থা নিয়ন্ত্রণে আনতে আইনরক্ষকেরা রবারের বুলেট ছোঁড়ে ও কাঁদুনে গ্যাস বিস্ফোরণ করে। 
 
তখন ছাত্রেরাও পুলিশদের ওপর ইট-পাটকেল ছুঁড়তে থাকে।
 
এই সংঘর্ষে ১৪জন ছাত্র ও একজন রাব কর্মী আহত হয়।
 
এই পথ অবরোধের কারণে হাইওয়েতে যান চলাচল বন্ধ থাকে।