Bangladesh

New IGP takes charge

New IGP takes charge

Bangladesh Live News | @banglalivenews | 16 Apr 2020, 12:39 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ১৬ : দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বুধবার পুলিশ সদর দফতরে তিনি বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হন। এর আগে ড. বেনজীর আহমেদ পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছলে তাকে গার্ড অব অনার প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আইজিপি হিসেবে যোগদানের আগে ড. বেনজীর আহমেদ র‌্যাবের মহাপরিচালক ছিলেন।

৭ম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালে বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ড. বেনজীর। তিনি ১৯৬৩ সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত এবং তিন কন্যাসন্তানের জনক।


এর আগে দীর্ঘ চাকরিজীবন শেষে বুধবার থেকে অবসরে যান সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী। তবে তিন বছরের জন্য সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

সরকারি চাকরি আইন অনুযায়ী তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে ১৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে তাকে সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে।