Bangladesh

সিলেটে বিএনপির হরতাল
ঢাকা, এপ্রিল ২৯: বিএনপির ডাকা সিলেটে ছয় ঘণ্টার হরতাল সোমবার অগ্রসর হয় ভাংচুরের মধ্যে দিয়ে।
বিএনপি এই হরতালের ডাক দেয় তাদের নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবীতে।
বিএনপির জেলা ইউনিট সোমবার একটি সারাদিনব্যাপী হরতালের ডাক দেয়। পরে সেটির মেয়াদ ছোট করে দেওয়া হয় হযরত শাহজালালের সমাধির মতওয়ালির নামাজ-এ-জানাজার কারণে।
এই জানাজা সোমবার জহর নামাজের পরে অনুষ্ঠিত হবে।
সোমবার হরতালকারীরা চারটি অটো রিক্সা ও একটি পিক-আপ ভ্যান ভাংচুর করে সিলেটের শিবগঞ্জ ও শাহি ঈদগাহ এলাকায় সকাল সাড়ে সাতটা নাগাদ।
জিন্দাবাজার ও শিবগঞ্জ একালায় মিছিল বের করা হয়।
খুব কম রিক্সা ও অটো রিক্সা চলাচল করতে দেখা যায় যদিও বাস পরিষেবা অবিছিন্ন থাকে।
রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশের অতিরিক্ত কর্মীদের নিযুক্ত করা হয় সিলেটের বিভিন্ন অঞ্চলে।