Bangladesh

বিএনপিকে ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে হবেঃ সিইসি

বিএনপিকে ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে হবেঃ সিইসি

| | 02 Feb 2018, 09:32 am
ঢাকা, ফেব্রুয়ারি ২ঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা আজ পরিষ্কার করে বলে দিয়েছেন যে দেশের আগামী সাধারণ নির্বাচন বিএনপি ছাড়া সম্ভব নয়।

নির্বাচন ভবনে আজকে এই মন্তব্যটি উনি করেছেন।


“বিএনপি একটি বড় দল, তাদের ছাড়া সব দলের অংশগ্রহণ হয় কী করে? বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না," উনি সাংবাদিকদের বলেন।


উনি আরও বলেনঃ "আমরা এখনও আশা করি, বিএনপিসহ সব দল সংসদ নির্বাচনে অংশ নেবে।”


আজকে মোঃ আবদুল হামিদ আসন্ন রাষ্ট্রপতির নির্বাচনের জন্য নিজের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।


মনোনয়নপত্র হামিদের পক্ষে সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ শুক্রবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছ থেকে নিয়েছেন।


এই নির্বাচনের জন্য ভোটগ্রহনের দিন হিসেবে ফেব্রুয়ারি ১৮ তারিখটি বাছা হয়েছে।

 

জাতীয় সংসদের স্পিকার  হিসেবেও হামিদ আগে দায়িত্ব পালন করেছেন।


পাঁচ বছর আগে এই দেশের   ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন উনি।

 

আগামী ২৩ এপ্রিল  ওনার মেয়াদ শেষ হবে।

 

আওয়ামী লীগ রাষ্ট্রপতি হিসেবে ওনাকেই আবার একবার সমর্থন জানাচ্ছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোঃ আবদুল হামিদকে বৃহস্পতিবার ওনার দল আওয়ামী লীগের নেওয়া রাষ্ট্রপতি নির্বাচনের বিষয় নেওয়া সিদ্ধান্ত জানিয়ে এসেছেন।

 

উনি হামিদকে বলেছেন যেদল অনাকেই রাষ্ট্রপতি হিসেবে রাখতে চায়।

 

বৃহস্পতিবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে এই বিষয় জানান হাসিনা।

 

দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে আবদুল হামিদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হাসিনা ওনাকে জানিয়েছেন।

 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এই সাক্ষাৎ এর বিষয় জানানঃ "  “আওয়ামী লীগের সংসদীয় বোর্ড দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনীত হওয়ায় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।”

 

হামিদ হাসিনা ও আওয়ামী লীগকে দ্বিতীয়বারের জন্য মনোনয়ন দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন।

 

এই সাক্ষাৎ এর সময় উপস্থিত ছিলেন  আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

 

রাত ৮টা ৪ মিনিটে প্রধানমন্ত্রী  বঙ্গপভবনে পৌঁছান।

 

রাষ্ট্রপতি ওনাকে স্বাগত জানান।

 

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বুধবার।

 

এই সভার সভাপতিত্ব করেন হাসিনা।

 

সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা  আছে ও সেই কারণে এখন হামিদের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া  আনুষ্ঠানিকতা মাত্র।