Bangladesh
-1469382247.jpg)
পায়ুপথে বাতাস দিয়ে কারখানার এক শিশুকে হত্যার অভিযোগ
ঢাকা, জুলাই ২৪- একটি ভয়ঙ্কর ঘটনায় রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তুলা কারখানায় অভিযোগ উঠেছে যে এক শিশু কর্মীকে মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে।
এই ঘটনাটি ঘটার অভিযোগ উঠেছে যাত্রমোড়া এলাকায় জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ফ্যাক্টরিতে।
নিহত ব্যাক্তির নাম সাগর বর্মণ, জানায় পুলিশ।
পুলিশ এই ঘটনায় বেশ কিছু ব্যাক্তিকে আটক করেছেন।
সাগরের বাবার নাম রতন বর্মণ সাংবাদিকদের জানিয়েছেন যে আজ কারখানায় প্রতিপক্ষের লোকজন তাঁর ছেলের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস প্রবেশ করায় ও ফলে তাঁর পেট ফুলে সে অসুস্থ হয়ে পড়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তাকে পরে নিয়ে গেলে চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন।
তবে কি কারণে এই শিশু মারা গেছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।