Bangladesh

জাসদের একাংশ মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর পুরোপুরি সফল

জাসদের একাংশ মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর পুরোপুরি সফল

| | 10 Apr 2017, 12:47 pm
ঢাকা, এপ্রিল ১০ঃ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের একাংশ মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর পুরোপুরি সফল।

শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান নেতৃত্বাধীন জাসদ একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী এই কদিনের সফর ও কর্মসূচির মাধ্যমে আন্তরিকতা, বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার প্রতিফলন হয়েছে।

 

"“ইতোমধ্যে ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিভিন্ন খাতে ৫০০ কোটি ডলারের ঋণ বাংলাদেশকে দেওয়ার চুক্তি এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য," বিবৃতিতে বলা হয়েছে।

 

তিস্তার বানি বণ্টনের বিষয়, বলা হয়েছেঃ "বাংলাদেশের জনগণ ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের মতো মানুষের অঙ্গীকারকে খুব বেশি মূল্য দেয়।”

 

ভারত সফর শেষ করে আজ বাংলাদেশের ফিরেছেন হাসিনা।