Bangladesh

রেস্তরাঁয় চুলা ধরাতে গিয়ে দুই দগ্ধ
ঢাকা, অক্টোবর ৩১- ঢাকায় চুলা ধরাতে গিয়ে এক রেস্তোরাঁর দুই বাবুর্চি দগ্ধ হয়েছেন, সোমবার জানায় পুলিশ।
এই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধ দুই ব্যাক্তির পরিচয় হল হুজ্জাতুল ইসলাম ও রাকিবুল ইসলাম।
পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই দুর্ঘটনাটি বিকাল সাড়ে ৪ টার দিকে ঘটেছে।