Bangladesh

সিজার তাবেলা হত্যাঃ বিচার শুরু

সিজার তাবেলা হত্যাঃ বিচার শুরু

| | 25 Oct 2016, 08:42 am
ঢাকা, অক্টোবর ২৫- ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার মামলার বিচার আজ বাংলাদেশের আদালতে শুরু হয়েছে।

এই মামলার বিচার শুরু হয় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে।

 

মামলার সাক্ষ্য গ্রহণের দিন হিসেবে আদালত ২৪ নভেম্বর দিনটি ধার্য করেছেন।

 

আদেশটি দিয়েছেন ঢাকার মহানগর দায়রার জজ কামরুল হাসান মোল্লা।

 

সেপ্টেম্বর ২৮, ২০১৫ এই ইতালীয় নাগরিককে গুলশানে গুলি করে হত্যা করা হয়েছিল।

 

এই হত্যার বেশ কিছুদিন পরে এম এ কাইয়ুমের ভাই আব্দুল মতিন, তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ও সাখাওয়াত হোসেন ওরফে শরীফকে পুলিশ ২৬ অক্টোবর, ২০১৫ গ্রেপ্তার করেছিলেন।

 


এই হত্যার ঘটনাটি দেশজুড়ে ও বিদেশেও আলোড়ন সৃষ্টি করেছিল।